সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৫ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর চৌধুরী

জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় পার্টি রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হওয়া পদে তাকে কো-আপ্ট করে তা অনুমোদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি। এর আগে তার আবেদনের প্রেক্ষিতে রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক তাকে ওই পদে কো-আপ্ট করার জন্য সুপারিশ করেন।

জানা গেছে, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আর্দশের সৈনিক আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী রংপুর নগরীর সুপার মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি পার্টির প্রতিষ্ঠালগ্ন হতে জাতীয় পার্টির সাথে জড়িত এবং এরশাদ মুক্তি আন্দোলনসহ দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সয়ংক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। দলের প্রতি তার অনুগত্য ও ত্যাগের কারণে সার্বিক বিবেচনা করে তাকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। এদিকে জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ায় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা তাকে অভিননন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution