নিজস্ব প্রতিবেদকঃ
আমরাই পাশে রংপুর স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষা প্রোজেক্ট এপিআর আলোর বার্তা বিদ্যা নিকেতনের ২২ জন সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দিলেন সেন্ট্রাল নিউজ বিডি সিএনবির হেড অব নিউজ মিঞা মোঃ সুজন, তার পক্ষে এসব উপহার সামগ্রিক সোমবার রংপুর কালেক্টরেট ঈদ গা মাঠ পথ স্কুলে তুলে দেন আনোয়ারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আমরাই পাশে রংপুর সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার আকাশ খাঁন, এডমিন ইমরান,মডারেটর নিশি,মুনতাহা,নাজির,সুনায়রা সহ অনেকে।
এসময় মিয়া মোহাম্মদ সুজন এর পক্ষে আনোয়ারুল ইসলাম বলেন আমাদের হেড অব নিউজ মিঞা মোঃ সুজন বরাবরই সু্বিধা বঞ্চিত মানুষের পাশে থাকে আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা মানুষের কল্যানে এভাবে কাজ করে যেতে পারি।
আমরাই পাশে গ্রুপের প্রতিষ্টাতা আকাশ খান বলেন সিএনবি নিউজ টিম সহ সিএনবি নিউজ হেড অব নিউজ মিয়া মোহাম্মদ সুজন এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে তিনি আমরাই পাশে রংপুর গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে যারা বিভিন্ন ভাবে অসহায় মানুষদের সাহায্য করে আসছেন সকল কে ধন্যবাদ জানান।