বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
রংপুরে নগর যুব কাউন্সিল গাইডলাইন বিষয়ক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

রংপুরে নগর যুব কাউন্সিল গাইডলাইন বিষয়ক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেক্সঃ
বাংলাদেশের জাতীয় উন্নয়ন নীতিসমূহ তরুনদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সুযোগ নিশ্চিত করেছে, ফলে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে তরুনদের সম্পৃক্ততা থাকবে। তরুনদের ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ সেবার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের চারটি শহরে (ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ) নগর যুব কাউন্সিল গঠন করার উদ্দেশ্যে সিরাক-বাংলাদেশ জাতিসংঘের ইউএনডিইএফ ও ইউএনহ্যাবিটেট এর সহায়তায় দুই বছরব্যাপী Advancing Engagement by Setting Up Urban Youth Councils in Bangladesh শীর্ষক প্রকল্প গ্রহন করেছে।
১লা জুন, ২০২২ (বুধবার) রংপুর সিটি কর্পোরেশন ও সিরাক-বাংলাদেশ যৌথভাবে রংপুর নগরে একটি স্থানীয় মিলায়নতনে নগর যুব কাউন্সিল গাইডলাইন বিষয়ে সরকারী ও বেসরকারি উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে একটি পরামর্শমূলক সভা আয়োজন করে। উক্ত সভায় পূর্বের গাইডলাইন ওয়ার্কশপে অস্থায়ী টাস্কফোর্স সদস্যদের সহযোগিতায় তৈরি খসড়া নীতিমালাগুলো নিয়ে স্থানীয় সরকারী ও বেসরকারি কর্মকর্তাবৃন্দদের সাথে পরামর্শমূলক আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত নীতিমালা তৈরি করা হয়।
নগর যুব কাউন্সিল প্রকল্পের মাধ্যমে নগরের উন্নয়ন কর্মকান্ডে তরুনদের সম্পৃক্তকরণের লক্ষ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মধ্যে থেকে প্রতিনিধি মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত করে তাদের কথা, মতামত ও দাবিসমূহ সিটি কর্পোরেশনের কাছে প্রাতিষ্ঠানিকভাবে উপস্থাপন করবে যা টেকসই উন্নয়নের জন্য এবং তরুনদের নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা রাখবে। প্রকল্পটির অধীনে তরুনদের দ্বারা নির্বাচিত যুব কাউন্সিলর হিসাবে নগর যুব কাউন্সিলে যোগদানের মাধ্যমে সিটি কর্পোরেশনের মেয়রের তত্ত্বাবধানে নগরের উন্নয়ন কার্যক্রমে যুবদের পরামর্শ প্রদান, অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় উদ্বুদ্ধ করবে। এছাড়াও প্রকল্পটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- ১১ ও ১৬ অর্জনে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।
সিরাক-বাংলাদেশ এর সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া সঞ্চলনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মুনতাছীর শামীম লিকো, রংপুরের প্রথম আলো বন্ধুসভার সভাপতি মোঃ ইশতিয়াক আবেদিন, দেবাশীষ দাস ফাউন্ডার শেয়ার, রংপুরের প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক রওনক জাহান খুশি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর যুব প্রধান মোঃ রাব্বি ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এর সাধারণ সম্পাদক সাইদুর জামান বাপ্পি, ঢাকা পোস্ট এর সাংবাদিক ফরাদুর জামান ফারুক এবং সাংবাদিক ইমরান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিরাক -বাংলাদেশ এর অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার নাহিদুর রাহমান এবং রংপুররে বিভাগীয় সমন্বয়কারী তিথি মজুমদার।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution