নিউজ ডেক্সঃ
বগুড়া ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে সদর উপজেলার কদিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের হারাগাছ পৌরসভার আশরাফুল ইসলামের ছেলে সাজু ইসলাম(২৪) এবং মৃত সাইফুল ইসলামের ছেলে মো: জীবন(২৩)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-কে জানান, ভোররাতে কাদিমপাড়া এলাকায় ফাঁড়ি পুলিশের টহল টিম একটি মাইক্রোবাস( চট্র- মেট্রো- ১১-২৫৪৪) থেকে ৯৫ বোতল ফেন্সিডিলসহ সাজু ও জীবনকে গ্রেফতার করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত তাদের মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।