বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পূর্বাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
রংপুরে ফিল্মি স্টাইলে আলমারি ভেঙ্গে অর্থ ও স্বর্ণালংকার লুট

রংপুরে ফিল্মি স্টাইলে আলমারি ভেঙ্গে অর্থ ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের অভিনব কায়দায় আলমারির তালা ভেঙ্গে নগত অর্থ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দূর্বিত্তরা। সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে জেলা শহরের কোতয়ালি থানার অন্তরগত গনেশপুরে রংপুর সিটি কর্পারেশন এর প্রকৌশলী মোঃসাখোয়াত হোসেনের শশুড়ের বাসায় এই ঘটনা ঘটে।ভুক্তভোগী বাড়িওয়ালা রংপুর সিটি কর্পারেশনের প্রকৌশলী সাখয়াত হোসেন ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।তিনি তার কর্মস্থল রংপুর সিটি কর্পারেশনে ছিলেন ঘটনার সময় তার স্ত্রী আফরানা রহমান মোহনা ছিলেন তার বোনের বাসায়।তার স্ত্রী মাঝে মাঝে দুপুরে তার বোনের বাসায় বেড়াতে যান।তাই বাসা ফাঁকা পেয়ে অভিনব কায়দায় আলমারির তালা ভেঙ্গে নগত অর্থ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দূর্বিত্তরা।জানা গেছে,সোমবার (১৩ মে) দুপুর অনুমানিক দুইটা থেকে আড়াইটার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন ব্যাক্তি বসায় ঢুকে ঘড়ের আলমারির তালা ভেঙ্গে বালা,ঝুমকা,পাশা,ব্রেসলেট,চুড়ি,মালা,আংটি,প্রায় ১২ লক্ষ টাকা লুটে নিয়ে যায়।

এ ব্যাপারে সাখোয়াত হোসেন ও তার স্ত্রীর অভিযোগ দুপুরে বাসায় কেউ না থাকায় চোররা পরিকল্পিতভাবে তাদের বাসার ভিতরে চুরি করে নগত অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে। তাদের ধারনা দুই একদিনের পরিকল্পনা নয় এটা বেশকয়েক দিনের পরিকল্পনা ছিলো।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি বলেন আপাতত সিসি টিভি ফুটেজ ও বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে দ্রুত অপরাধি শনাক্ত করে গ্রেফতারের অভিযান শুরু হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution