নিউজ ডেক্সঃ
পদ্মা সেতু’র শুভ উদ্বোধন উপলক্ষে নগরীতে বণার্ঢ্য র্যালী বের করেন রংপুর সিটি কর্পোরেশন। গতকাল শনিবার দেশের বৃহত্তর সেতু পদ্মা সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে দেশব্যাপী বণার্ঢ্য আয়োজিত উৎসবের অংশ হিসেবে রংপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বণার্ঢ্য কর্মসূচি সফল করার লক্ষে এবং কর্মসূচিতে অংশগ্রহন করার লক্ষে এই র্যালীর আয়োজন করেন রংপুর সিটি কর্পোরেশন। র্যালীটি নগর ভবন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর পাবলিক লাইব্রেুরী মাঠে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত জমায়েতে সমবেত হন। পরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বণার্ঢ্য র্যালীতে অংশ গ্রহন করেন এবং জিলা স্কুল মাঠে আয়োজিত পদ্মা সেতু’র উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র-২) আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃধা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম বাবলুমহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply