মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন

খবরের শিরোনাম :
প্রধানমন্ত্রী তনয়া সায়মা ওয়াজেদের ভিজিটিং কার্ড চেয়ে নিয়েছেন মার্কিট প্রেসিডেন্ট জো বাইডেন: পররাষ্ট্র মন্ত্রী। লালমনিরহাটে এক সাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। পীরগাছায় হাসুয়ার কোপে খালুর মাথা বিচ্ছিন্ন করল ভাগনে! প্রথমে মোবাইলে প্রেম, পালিয়ে এসে দেখেন প্রেমিক দৃষ্টিহীন,অতপর রংপুরে তাজহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার রংপুরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান ২৫ হাজার টাকা জরিমানা দাম কমলে ডিম সেদ্ধ করে ফ্রিজে রাখতে বললেন প্রধানমন্ত্রী যে দলে যোগ দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম সংবাদ সম্মেলনে মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানালো রসিকের পরিচ্ছন্নতা কর্মীরা রংপুর মহানগর জাতীয় যুব সংহতির বিক্ষোভ মিছিল
প্রধানমন্ত্রী কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

প্রধানমন্ত্রী কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

নিউজ ডেক্সঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ঢাকা জজকোর্টের আইনজীবী ওয়ালিউর রহমান দোলনের নামে রংপুরের বদরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বদরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারুক হোসেন মধু মামলাটি দায়ের করেন।

জানা গেছে, আসামি ওয়ালিউর রহমান দোলন রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা। ১৯৯৯-২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। তিনি সপরিবার ঢাকায় থাকেন।

ওয়ালিউর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপিদের হেয় করেছেন বলে অভিযোগ উঠেছে। ফেসবুকে দেওয়া একই স্ট্যাটাসে তিনি বেগম খালেদা জিয়া, তারেক জিয়া ও জিএম কাদেরের কথাও উল্লেখ করেন।

বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ হয়ে কাউন্সিলর ফারুক হোসেন মধু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। তবে ওই স্ট্যাটাসটি নিয়ে সমালোচনা শুরু হলে নিজের ফেসবুক ওয়াল থেকে স্ট্যাটাসটি সরিয়ে দেন ওয়ালিউর রহমান দোলন।

এদিকে পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওয়ালিউর রহমান দোলন ফেসবুকে টিসিবির পণ্য নিতে মানুষের দীর্ঘ লাইন নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, খালেদা জিয়া, তারেক জিয়া ও জিএম কাদেরকে টিসিবির পণ্য নিতে ট্রাকের পেছনে দৌঁড়াতে বলেন। এছাড়াও আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন।

বাদী ফারুক হোসেন মধু বলেন, ওয়ালিউর রহমান দোলন ফেসবুকে অবমাননাকর স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সদস্যদের অপমান করেছেন। বিষয়টি আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। তাই তার বিরুদ্ধে মামলা করেছি।

বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে-মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। এই ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে উসকানি ছড়ানো ব্যক্তিকে আইনের আওতায় নিতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি।

এ বিষয়ে ওয়ালিউর রহমান দোলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের লোকজনও এনিয়ে কথা বলতে রাজি হননি।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

© ২০২০-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | এনপিনিউজ৭১.কম
Developed BY Rafi It Solution